শিরোনাম

South east bank ad

চার হাজার কিলোমিটার মহাসড়ক ৪ ও ৬ লেনে উন্নীত হবে: মহাসড়ক সচিব

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পর্যায়ক্রমে দেশের চার হাজার কিলোমিটার মহাসড়ক ৪ ও ৬ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশে সড়ক রয়েছে প্রায় ২২ হাজার কিলোমিটার। এর মধ্যে মহাসড়ক (হাইওয়ে) চার হাজার কিলোমিটার। পর্যায়ক্রমে এসব মহাসড়ক চার ও ছয় লেনে উন্নীত করা হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। যেসব ফোর লেন আছে, সেগুলো ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করা হয়েছে।

সচিব আরো বলেন, সারাদেশে ৫৬ কিলোমিটার উড়ালসড়ক পথ নির্মাণ করা হবে। এ উদ্যোগের অধীনে কমপক্ষে ১৩ কিলোমিটার (ফ্লাইওভারের) চার লেন থাকবে এবং ঢাকাকে নারায়ণগঞ্জের সঙ্গে সংযুক্ত করা হবে।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বার্ষিক মৃত্যুহার উচ্চ আয়ের দেশগুলোর দ্বিগুণ এবং বিশ্বের সর্বোচ্চ নৈপুণ্য দেখানো অর্থনীতিগুলোর চেয়ে পাঁচ গুণের অধিক। এমনকি আঞ্চলিক গড় বিবেচনায়ও দেশে সড়কে মৃত্যুহার বেশি।

এদিকে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সময় সরকার নানা পদক্ষেপ নিলেও তাতে মেলেনি তেমন সুফল। এ অবস্থায় দেশে প্রথমবারের মতো নিরাপদ সড়ক করিডোর গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিকভাবে ‘নিরাপদ করিডোর’ হিসেবে গড়ে তোলা হবে জাতীয় মহাসড়ক এন-৪-এর গাজীপুর-টাঙ্গাইল ও এন-৬-এর নাটোর-নবাবগঞ্জ অংশকে। ইতিবাচক উদ্যোগটি সব মহাসড়কে বিস্তৃত করে দেশে টেকসই সড়ক নিরাপত্তা নিশ্চিত করবে বলেই সংশ্লিষ্টরা আশপ্রকাশ করছেন।

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান এমপি, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ, সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: