ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (০৯ জানুয়ারি) রোববার মধ্যরাতে তেলিয়াপাড়ার একটি চা বাগান থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, মাদক চোরাচালানের খবর পেয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মজিবুর রহমান চৌধুরী ও জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তেলিয়াপাড়ার সুরমা চা বাগানে উদ্ধার অভিযান চালায়। সেসময় ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- রবি প্রধান (২৫), প্রদীপ মুন্ডা (২২) ও সুমন রাজ প্রধান (২৯)।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি মো. মহসিন আল মুরাদ জানান, ভারতীয় গাঁজাসহ আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।