শিরোনাম

South east bank ad

শেষ ষোলোতে বার্সা-বিলবাও মুখোমুখি

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গতবারের দুই ফাইনালিস্ট বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও এবার লড়বে শেষ আটে জায়গা করে নিতে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এলচকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

গতকাল (০৭ জানুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে অন্য দলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়ার খেলবে অ্যাটলেটিকো বালেয়ারেসের বিপক্ষে, রায়ো ভায়োকানো খেলবে জিরোনার বিপক্ষে। কাদিজের প্রতিপক্ষ স্পোর্টিং গিজন। লা লিগার চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল বেটিস, মায়োর্কা মুখোমুখি হবে এস্পানিওলের।

আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারির মধ্যে ম্যাচগুলো হবে। সিঙ্গেল লেগ পদ্ধতিতে শেষ ষোলোর খেলা অনুষ্ঠিত হবে।

স্প্যানিশ কোপা ডেল রে ইতিহাসে সর্বোচ্চ ৩১ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার জিতেছে অ্যাথলেটিক বিলবাও। আর রিয়াল মাদ্রিদ জিতেছে তৃতীয় সর্বোচ্চ ১৯ বার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: