শিরোনাম

South east bank ad

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে সিঁথি

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

সিঁথি সাহা জানান, দুই-তিন ধরে তার শরীর ব্যথা করছিল। জ্বরজ্বর লাগছিল। তবে গতকাল মাত্রাটা অনেক বেড়ে যায়। এদিন তার শরীর একটাই ব্যথা করে যে হাত-পা নাড়াতে পারছিলেন না।

বসে থাকতেও কষ্ট হচ্ছিল। প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছিল পুরো শরীর। এ অবস্থয় গত বুধবার (৫ জানুয়ারি) নমুনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার সকালে রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সিঁথি বলেন, ‘সত্যি বলতে আমি বেশ দুর্বল হয়ে পড়েছি। এখন বাসাতেই আইসোলেশনে আছি। নিয়মিত ওষুধ খাচ্ছি। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘এই যাত্রায় বেঁচে গেলে আবার স্টেজে, টেলিভিশনে দেখা হবে। আর মরে গেলে তো গেলামই। অনেক অপূর্ণতা নিয়ে যেতে হবে। কয়েকদিন একটু বিশ্রাম নেই তাহলে।’

গত ২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে সিঁথি সাহার গাওয়া সবশেষ গান-ভিডিও ‘রাত জাগা পাখি’। এতে তিনি কণ্ঠ দেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: