নাটোরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা সমাপ্ত
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে চারদিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শেষ হয়েছে।
রোববার সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রেমিনা জান্নত এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
মেলায় চিত্রাংকন, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।