শিরোনাম

South east bank ad

সিলেঠে ডিবি”র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত-০২/০১/২০২২ তারিখ অনুমান ১৯:৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) গিয়াস উদ্দিন, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল মামুন, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া, কনস্টেবল/১৭০৬ কামাল হোসেন, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স,-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি জালালাবাদ থানাধীন পাঠানটোলা সাকিনস্থ রাগিব রাগেয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সিকিউরিটি ব্যারাকের সামনে পাঠানটুলা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১।

মোঃ আল আমিন শেখ (৩১), পিতা- মোঃ সাবেদ আলী ভুট্টো, সাং- আটগাঁও, থানা-শাল্লা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- আজমান মিয়ার বাসা, বাইতুল মোকারম মসজিদের পাশে, পল্লবী, পশ্চিম পাঠানটোলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ২। মোঃ সুমন আহমেদ (২২), পিতা-মোঃ ফুল মিয়া, সাং-সোনাকানিয়া, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-বাসা নং-১২/৭ (তুতু মিয়ার বাসা), গোয়াবাড়ি (কুচারপাড়া), থানা- জালালাবাদ, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা।

ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির কাজে ব্যবহৃত সিলেট থ ১২-২০৮৬ রেজিষ্ট্রেশনের একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, “জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ২নং আসামী মো. সুমন আহমেদ এর ব্যবহৃত সিএনজি অটোরিক্সা দিয়ে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে উক্ত সিএনজি অটোরিক্স যোগেই পরিবহন করে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।”

উক্ত আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: