ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকান্ডে নিহতদের জন্য দোয়া ও মিলাদ
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠিতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনি পার্কে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ।
শুক্রবার এর আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। যুবনেতা ছবির হোসেনের সভাপতিত্বে দোয়া মিলাদ পূর্ব আলোচনায় অংশ নেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এম.পি (ভার্চুয়ালী), জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাফিজুর রহমান, হাবিবুর রহমান হাবিল। দোয়ায় অংশ নিতে একে একে উপস্থিত হয় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে অংশ নেওয়া শত শত মানুষ।
মুঠোফোনে মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী শহিদুল ইসলাম। মোনাজাতের সময় চোখে পানি ধরে রাখতে পারেনি অংশ নেওয়া মানুষজন ।