শিরোনাম

South east bank ad

বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ বিরিশিরি হাইওয়ে সড়কের পূর্বধলা উপজেলাধীন শ্যামগঞ্জ বাজারে কার্গো আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা এনএসআই এর তথ্য এবং সদস‌্যদের স‌ক্রিয় অংশগ্রহ‌নে অভিযান পরিচালনা করে ভারতীয় কম্বল ও কিটক্যাট চকলেট উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ ডি‌সেম্বর) রাতে নেত্রকোনা জেলা এনএসআই এর নেতৃ‌ত্বে ও গোয়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে এনএসআই সদস‌্যদরা সড়কে অবস্থান নেয়।

অ‌ভিযা‌নে জেলার পূর্বধলা উপ‌জেলার শ্যামগঞ্জ বাজারে ঢাকাগামী কার্গো নং ঢাকা মেট্রো ট (১৮-১৫৫৮)তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়। যার আনুমা‌নিক মুল‌্য ৫/৬ লক্ষ টাকা। এছাড়াও কার্গো ট্রাকটিও ‌জব্দ করা হয়।

অ‌ভিযান প‌রিচা‌লনা শে‌ষে জব্দকৃত মালামাল পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এনএসআই সূত্রে জানা যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: