শিরোনাম

South east bank ad

যমুনা ব্যাংকের বদরগঞ্জে ৩২ তম উপশাখার উদ্বোধন

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (রংপুর):

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে উত্তরের জেলা রংপুরের বদরগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ৩২তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বিশেষ করে এ অঞ্চলের ব্যবসায়ীসহ নতুন উদ্যোক্তাদের সার্বিক সুবিধার দেওয়ার প্রত্যাশায় আজ বুধবার (২৯ ডিসেম্বর) পৌরশহরের আনিছুল হক কমপ্লেক্সে ওই শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যাানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল, যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান ও শাখা ব্যবস্থাপক রাইসুল কবির। এছাড়াও বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র উত্তম কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সিবু সহ রংপুর বিভাগের যমুনা ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা বলেন, বিশেষ গুরুত্ব দিয়ে বিজয়ের মাসে ব্যাংকের এই শাখাটি উদ্বোধন করা হলো। সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌছে দিতে বদরগঞ্জে শাখা স্থাপন করা হয়েছে।

বিশেষ করে এ অঞ্চলের ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকদের ঋণ সুবিধাসহ নানা সেবাদান কার্যক্রম অব্যাহত থাকবে। যমুনা ব্যাংক সর্বোচ্চ গ্রাহক সুবিধা দিয়ে সারাদেশে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে বলে তিনি আরো বলেন,“ নতুন এই শাখা থেকে গ্রাহকদের কাছ থেকে অনলাইন চার্জ নেওয়া হবে না।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: