শিরোনাম

South east bank ad

প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আহত

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের হামলায় কলেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান আহত হয়েছে। গত (২৬ ডিসেম্বর) রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন ও যুবলীগ নেতা মতিউর রহমান গত রোববার সন্ধ্যার দিকে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মৌ চা স্টলে বসে গল্প করছিলেন। এ সময় একই দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় হারেজ উদ্দিন ও মতিউর রহমান আহত হয়েছেন। এরমধ্যে মতিউর রহমান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং হারেজ উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে ভিপি মতিউর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে।

তবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ নেতার উপর হামলার ঘটনার সঙ্গে আমি বা আমরা কেউ জড়িত নই।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: