ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি দেওয়ায় আনন্দ মিছিল
সঞ্জিব দাস, (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি দেওয়ায় আনন্দ মিছিল করা হয়। গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরিদেবপুর এসে শেষ হয়। এ সময় একটি পথ সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনের সমন্বয়ে গোলখালী ইউনিয়নের শ্রমিক লীগের নেতাকর্মীদের নিয়ে নবগঠিত গোলখালী ইউনিয়ন শ্রমিক লীগ কমিটির সভাপতি মো. এমাদুল খান ও সাধারণ সম্পাদক মো. রুবেল মোল্লা সহ ৪১ জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নব নির্বাচিত এ কমিটিকে সর্ব মহলের অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে গোলখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. এমাদুল খান ও সাধারণ সম্পাদক মো. রুবেল মোল্লা বলেন, শ্রমিক লীগ একটি জাতীয় সংগঠন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার জানান, ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। ইউনিয়ন শ্রমিকদের সুসংগঠিত করে দলকে এগিয়ে নেওয়ার কাজ এ কমিটি করবে।