৭৪টি গীর্জায় সীমিত আয়োজনে পালিত হয়েছে বড়দিন
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরে করোনা বিভিন্ন গীর্জায় সীমিত পরিসরে কেবলমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে।
গতকাল (২৫ ডিসেম্বর) শনিবার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে ধর্মীয় উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডেভিট বিপুল দাস সিএসসি।
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আতঙ্কে অন্যবারের মতো এবার কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়নি। তবে সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্ত্তন ও প্রীতি ভোজের আয়োজন ছিলো। অন্যান্য বছরের মতো এবার জেলার বাইরের আত্মীয়-স্বজনদের আগমনও হয়নি খুব একটা। বড়দিন উপলক্ষে গির্জার বাইরে খোলা মাঠে শিশুদের খেলনা ও বড়দের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানপাঠের মেলাও বসেনি।