শিরোনাম

South east bank ad

মেসিই সেরা, ভবিষ্যতের সেরা এমবাপে

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

লিওনেল মেসি পিএসজিতে নাম লেখানোর পর কিলিয়ান এমবাপের সতীর্থ হয়েছেন। ফুটবল বিশ্বে দুজনকে নিয়েই চলে জোর আলোচনা। যেখানে মেসি নিজের অবস্থান শক্ত করে ধরাছোঁয়ার বেশ বাইরে চলে গেছেন। এমবাপের মাঝে সম্ভাবনা আছে নিজেকে সেরাদের কাতারে নেওয়ার। অন্তত তেমটিই মনে করছেন তাদের পিএসজি সতীর্থ আন্দের এরেরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় এরেরা জানিয়েছেন, বর্তমানে মেসিই সেরা, ভবিষ্যতের সেরা হওয়ার দৌড়ে আছেন এমবাপে। এরেরা বলেছেন, ‘এমবাপে আগামীতে অনেক বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে, কিন্তু আমরা সবাই একমত যে (এই মুহূর্তে) লিওই (মেসি) এক নম্বর। নিঃসন্দেহে এমবাপের মধ্যে লিওর কাছ থেকে শেখার ইচ্ছা রয়েছে।’

পিএসজিতে নাম লেখানো পর এখনো খোলস ছেড়ে বের হতে পারেননি মেসি। লিগ ওয়ানে গত তিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। যেখানে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ৯টি গোল আর সতীর্থদের দিয়ে ৮ গোল করিয়ে আছেন ফর্মের তুঙ্গে, সেখানে মেসি লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।

পিএসজি মিডফিল্ডার এরেরা অবশ্য এসব নিয়ে ভাবতে না করেছেন। পিএসজি দল হিসেবে খেলে মেসিকে সাহায্য করলেই তার থেকে সেরাটা বের করে আনা সম্ভব বলে মনে করেন এরেরা।

এরেরা বলেন, ‘এরই মধ্যে আমরা কয়েকবার লিওর সেরা রুপটা দেখেছি। যেমন চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে আমি মনে করি আমাদের সবার দায়িত্বও রয়েছে। তার সেরাটা বের করে আনার জন্য আমাদের তাকে সাহায্য করতে হবে।’

মেসিতে মুগ্ধ এরেরা যোগ করেন, ‘মেসির মানের খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার জন্য কম সময় নেয়। সে ফ্রান্সে, স্পেনে, জাপানে বা মাদাগাস্কারে একইভাবে খেলবে। সে তার সপ্তম ব্যালন ডি অর জিতেছে। সে এমনভাবে অনুশীলন করে এবং উপভোগ করে যেন মাত্রই সে খেলা শুরু করেছে। কোনো অনুশীলনকেই সে হালকাভাবে নেয় না।’
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: