শিরোনাম

South east bank ad

সুপারস্টোরে পেমেন্টে ১ টাকার অফার নিয়ে এলো বিকাশ

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এই শীতে গ্রাহকদের জন্য দেশের জনপ্রিয় সুপারস্টোরগুলোতে সুনির্দিষ্ট কয়েকটি পণ্যে ১ টাকার অফার নিয়ে এলো বিকাশ। মীনা বাজার, স্বপ্ন, আগোরা, ল্যাভেন্ডার, প্রিন্স বাজার, ডেইলি শপিং, বাজার সারাবেলা, ঢালী সুপারশপ, মেহেদি মার্ট, হোলসেল ক্লাব, আমানা বিগ বাজার, এনডিআর সুপারস্টোর ও মার্ট প্রমোটারস এর ৩৪৬টি আউটলেটে ৩১ ডিসেম্বর পর্যন্ত মিলছে এই অফার। একটি পণ্যে একবারই এই অফারটি নিতে পারবেন গ্রাহকরা।

এসব আউটলেট থেকে মেরিল পেট্রোলিয়াম জেলি (১৫ মিলি), ভ্যাসলিন মিনি, ড্যান কেক লেয়ার কেক (২৫ গ্রাম), ফ্রুটিকা ম্যাংগো ফ্রুট ড্রিংক (২৫০ মিলি), ২৫০ মিলির কোকা-কোলা, সেভেন আপ, স্প্রাইট, ফ্যান্টা, লেক্সাস বিস্কুট, ৩৭ গ্রামের লেইস পাসতাজ ও থ্রিডি ম্যাক্সিকান টমাটিনা কিনে বিকাশে ২১ টাকা পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফার নিতে পারবেন গ্রাহকরা।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: