শিরোনাম

South east bank ad

২০১১ ব্যাচ পুলিশ সদস্যদের পূণর্মিলনী ও ১০ বছর পূর্তি

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :

বাংলাদেশ পুলিশে চাকুরী জীব‌নের দশম বছর অ‌তিক্রম করে সফলতার এগারো বছরে পদার্পন করেছে চুনারুঘাট থানায় কর্মরত ২০১১ সালের ডিসেম্বর ব্যাচের পুলিশ সদস্যরা।

এ উপলক্ষ্যে ২২ ডিসেম্বর রাতে হবিগঞ্জের চুনারুঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যরা ১০ বর্ষপূর্তি ও পুর্নমিলনীতে জাঁকজমকপূর্ণভাবে কেক কাটার মাধ্যমে এ দিনটি উদযাপন করে । ২০১১ ব্যাচের পুলিশ সদস্য মুসলিম উদ্দিনের পরিচালনায় একই ব্যাচের পুলিশ সদস্য মুমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশম বর্ষপূর্তিতে কেক কেটে উদ্ধোধন করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ।

কেক কাটার সময় ওসি বলেন, ‍“শৃঙ্খলা নিরাপত্তায় দৃঢ়প্রতিজ্ঞ বাণীকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। এই চলায় ২০১১ সালের ডিসেম্বর ব্যাচের সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সকলের প্রতি অনুরোধ করেন।”

এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর( তদন্ত) চম্পক দাম, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন, এসআই মোতালিব, এসআই আব্দুল মান্নান, এসআই নজরুল ইসলাম, এসআই তরিকুল ইসলাম হিমন, আশিকুল ইসলাম, এএসআই আব্দুল বাতেন, আব্দুল হান্নান, এএসআই উত্তম, আব্দুর রহিম, ইমরুল সহ থানার সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

২০১১ সালের পুলিশ সদস্যগণ দেশ সেবায় যেন সফলভাবে কাজ করতে পা‌রেন এজন্য সক‌লের কাছে দোয়া কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করেন।

বাংলা‌দেশ পু‌লিশে ২০১১ সা‌লের ডি‌সেম্ব‌রে যোগদান ক‌রে সুনা‌মের স‌হিত বি‌ভিন্ন ইউ‌নি‌টে কর্মরত থে‌কে সফলতার সা‌থে ১০ বছর অ‌তিক্রম ক‌রেন চুনারুঘাট থানায় কর্মরত পুলিশ কনস্টবল মো: মুমিনুল ইসলাম, মুসলিম উদ্দিন, মো: আলমগীর, রুহুল আ‌মিন, তৌ‌হিদুল ইসলাম, ইমান আলী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: