বাজার করা হলে না ওকিল উদ্দিনের
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট চামড়া বাজারে বুধবার (২২ ডিসেম্বর) সকালে বাসের ধাক্কায় ওকিল উদ্দিন সরদার (৭৫) নামে সড়ক ও জনপদের সাবেক কর্মচারী নিহত হয়েছেন। ওকিল উদ্দিন একই এলাকার পান্তা পাড়া গ্রামের মৃত আশরাফ আলী সরদারের ছেলে।
নিহতের জামাই হযরত আলী জানান, সকালে তিনি বাজার করার জন্য রাজারহাট বাজারে আসছিলেন। চামড়া বাজারের সামনে থেকে রাস্তা পার পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যার নং (ঢাকা মেট্রো-ব-১৫-০০৪৫) ধাক্কা দেয়। এসময় ওকিল উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার কারণে নাক মুখ কান দিয়ে রক্ত ক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।