শিরোনাম

South east bank ad

আবুল খায়ের লিটুর মায়ের মৃত্যু

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের লিটুর মা মমতাজ খালেক আর নেই।

মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে আসফার খায়ের এবং মেয়ে নাকভীন খন্দকার দীপ্তি ও নাজনীন কামাল সুপ্তী।

মঙ্গলবার বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মমতাজ খালেক ১৯৩০ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বেঙ্গল এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি। এছাড়া আব্দুল খালেক মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

মমতাজ খালেক সম্বন্ধে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ ‘সমাজ রাষ্ট্র বিবর্তন’ গ্রন্থে লিখেছেন যে, … রাজ্জাক স্যারকে তিনি (বেগম মমতাজ খালেক) দীর্ঘদিন ধরে সৌহার্দ্যে এবং সাহচর্যে প্রায় লালন করেছিলেন। তিনি আবুল খায়ের লিটুর মা, আমাদের প্রিয় খালাম্মা, বেগম মমতাজ খালেক। স্যারের সমস্ত কর্মজীবন কেটেছে তারই সান্নিধ্যে এবং যত্নে। স্যারের জীবনে যদি পারিবারিক আবহ বলতে কিছু থাকে, তবে তিনিই সেটা দিয়েছিলেন। স্যারের যে ভোজনরসিক দিকটা ছিল এবং আপ্যায়নের স্বাভাবিক বাতিক, তা সম্ভব হতো না খালাম্মার সক্রিয় সহযোগিতা ছাড়া। স্যারের জীবনের শেষ দিনটা পর্যন্ত তিনি থেকেছেন শুধু ভ্রাতৃবধু হিসেবে নয়, থেকেছেন একজন অতি প্রিয় ছোট বোন এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: