শিরোনাম

South east bank ad

প্রতিপক্ষের হামলায় মৃত্যুর অভিযোগ : লাশ নিয়ে বিক্ষোভ

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা ও গণসংযোগে হামলায় সেলিম হোসেন (৩৫) নামের এক যুবক হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার (১৮ ডিসেম্বর) রাতে নিহত সেলিমের লাশ নিয়ে উপজেলার সদর দেবোত্তর বাজার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নিহত সেলিম হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী কে, এম শাহীন (আনারস) কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকামার্কার কর্মী-সমর্থকরা হামলা চালায়। হামলায় সেলিম হোসেন আহত হলে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

স্বতন্ত্র প্রার্থী কে, এম শাহীন বলেন, নির্বাচনী প্রচারনায় আমার কর্মী-সমর্থকদের উপর হামলায় চালালে সেলিম হোসেন আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এদিকে সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী কেএম শাহীনের অনুসারীসহ গ্রামের মানুষ নিহত সেলিমের মরদেহ নিয়ে আটঘরিয়া উপজেলা সদরের দেবোত্তর চৌরাস্তা মোড়ে এসে বিক্ষোভ প্রদর্শণ ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারীদের আশ্বস্থ করলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চল বলেন, এটি একটি বানোয়াট ও মিথ্যা অভিযোগ। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এই মিথ্যা রটাচ্ছে। স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রং লাগিয়ে পরিকল্পিত ভাবে আমার উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে।

আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় সোহেল অসুস্থ অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে দাবী করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: