ফুলবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী শিক্ষক হাছান আলী গ্রেফাতার
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শিক্ষক হাছান আলী গ্রেফতার। ফুলবাড়িয়া থানার এস, আই আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারো মাইল ছাইতানতলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। তিনি চেক ডিজঅর্নার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক একজন আসামী। ফুলবাড়িয়া সি,আর, মামলা নং ২৮৮/১৫।
তিনি উপজেলার ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আদালত কর্তৃক তার বিরুদ্ধে ৬ মাসের জেল ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার সকালে আদালতে পাঠানো হবে
/জেটএন/