ত্রিশালে আট বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহের ত্রিশালে আট বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলো—ত্রিশাল উপজেলার মঠবাড়ী এলাকার লিটন মিয়ার ছেলে রাছিব (১৭) ও একই এলাকার আলম মিয়ার ছেলে নাসিম (১৬)।
শুক্রবার র্যাব-১৪-র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে খুলনা সিটি করপোরেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ত্রিশালে গত ৪ ডিসেম্বর দুপুরের দিকে ঐ শিশুকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাছিব ও নাসিম। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় তারা। ঘটনার পরদিন ভিকটিম শিশুর শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা হলে বড় বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরবর্তীতে তাকে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৮ ডিসেম্বর ভিকটিম শিশুর বাবা ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে খুলনা সিটি করপোরেশন থেকে তাদের গ্রেফতার করে।