ত্রিশালে ক্ষুদ্রঋণ জাগরণ সম্মেলন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ ১৪-২১ ডিসেম্বর সফল করার লক্ষে সর্বশেষ প্রস্তুতি হিসেবে ময়মনসিংহের ত্রিশালে ক্ষুদ্রঋণ জাগরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং থানাকে সম্পৃক্ত করে প্রকল্প গ্রামসমূহের সভাপতি, সম্পাদিকা, দলনেতা ও ঋণগ্রহিতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ক্ষুদ্রঋণ জাগরণ সম্মেলন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনছারী, ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোঃ আবু বকর প্রমূখ।