শিরোনাম

South east bank ad

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু করেছে : জয়

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার (১২ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর এই মন্তব্য করেন তিনি।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন আর দুই বছর বাকি। তখন দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। এটা আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে, তখনই এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক দু’বছর পর আরেকটা নির্বাচন আছে, তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে।’

জয় আরও বলেন, ‘আপনারা জানেন, এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধীতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র এখন আবার শুরু।’

বিএনপির সমালোচনায় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের এক শ্রেণি আছে, এক শ্রেণির মানুষ। তারা হচ্ছে আমাদের বিরোধী দল। তারা তখন তাদের বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা অনেক এগিয়ে এসেছি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেব না।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: