শিরোনাম

South east bank ad

আনোয়ারায় শেভরণ শাখার বর্ষপূর্তি উদযাপন

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড শাখার ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বর্ষপূর্তি উপলক্ষে আনোয়ারায় চাতরী চৌমুহনীর শেভরণ ভবনের চতুর্থ তলায় সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

এসময় সেমিনারে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী(প্রঃ) লিমিটেড আনােয়ারা শাখা’র ব্যবস্থাপনায় ডা. খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে শেভরন আনোয়ার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, শেভরন চক্ষু রির্চাস সেন্টারের সমন্বয়ক ডা.এম এ করিম, শেভরন আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, শেভরন আনোয়ারা শাখার বিশেষজ্ঞ ডাঃ কাজী শামীম আল মানুন, ডাঃ মোঃ এহসান, ডাঃ আব্দুল মান্নান শিকদার, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ এস মুজিবুর রহমান, ফিন্যান্স ডাইরেক্টর মীর নাজের আহমেদ পল্লী চিকিৎসকসহ শেভরনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সেমিনারে শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। কাউকেই চিকিৎসার অভাবে শহরে যেতে হবেনা। আমার লক্ষ্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর ঘুরায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: