গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালিত
সঞ্জিব দাস, (পটুয়াখালী):
“আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. রব শিকদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, আবুবকর শিবলি, সবুজ পাল প্রমুখ। বক্তারা দুর্নীতি বিরোধী দেশ গড়ার লক্ষে বলেন, দুর্নীতি রুখতে হলে সামাজিক অবকাঠামোকে সঠিকভাবে কাজ করতে হবে। আমরা নিজ নিজ স্থান থেকে দুর্নীতিকে ঘৃণা এবং না বললে এ দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে দুর্নীতি প্রতিরোধী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।