চৌদ্দগ্রামের চার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এমডি ও সিইও মো. সফিউল আজম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এর মধ্যে আলহাজ নূর মিয়া কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ ১৫ লাখ টাকা, আলহাজ আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ১৫ লাখ, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহনেওয়াজ ১০ লাখ এবং আলহাজ আয়েশা নুর মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহামুদুল হাসান ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান এবং ডিএমডি ও সিবিও কামরুল হাসান খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।