দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার বিষয়ক সংলাপ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোণা):
নেত্রকোণার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সারা’র আয়োজনে কমিউনিটি অ্যাকশন ফর জাষ্টিস এমপাওয়ারমেন্ট এন্ড রাইটস(ফেইজ-২) আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। (৮ ডিসেম্বর) বুধবার সকাল ১১টার দিকে সারা সংস্থার আঞ্চলিক কার্যালয় বিরিশিরি হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সারা সংস্থার কমিউনিটি ফ্যাসিলেটর অন্তর হাজংয়ের সঞ্চালনায় বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক হুমায়ন কবীর বাবুলের সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার বিষয়ক সংলাপ বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক,প্রাক্তণ ইউপি সদস্য বিশখা রাংসা,সারা সংস্থার এরিয়া ম্যানেজার মো. মজিবুর রহমান,এনজিও সমন্বয় পরিষদের উপজেলা সভাপতি শামীম কবীর, সেরা এনজিও’র সিনিয়র ম্যানেজার মো.নজরুল ইসলাম, ওয়ালী হাসান তালুকদার কলি,ইউপি মেম্বার মেরাজ বেগম প্রমূখ।