শিরোনাম

South east bank ad

বালুবোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ হারাল দশম শ্রেণির শিক্ষার্থী

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (বদরগঞ্জ):

রংপুরের মিঠাপুকুরে বালুবহনকারী ট্রাক্টর উল্টে উজ্জল চন্দ্র রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উজ্জল চন্দ্র লেখাপড়ার পাশাপাশি ট্রাক্টরের বদলী চালক হিসেবে কাজ করতো। সে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। উজ্জল কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়ার প্রমোদ চন্দ্র রায়ের ছেলে। আজ সোমবার (০৬ ডিসেম্বর) মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।

থানা ও স্থানীয়দের বরাত দিয়ে সালাম নামে এক ব্যক্তি জানান, সকালের দিকে বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকা থেকে ট্রাক্টরে বালু বোঝাই করেন তারা। পরে ওই বালু বোঝাই ট্রাক্টর মিঠাপুকুরে নিয়ে যাওয়ার পথে মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন উজ্জল রায়। তাঁর মৃত্যুতে বদরগঞ্জের নাগেরহাট এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় উজ্জলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: