শিরোনাম

South east bank ad

সিলেটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ি গ্রেফতার

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ (৬ডিসেম্বর) মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/ দেবাশীষ সরকার এর নেতৃত্বে এসআই (নিঃ)/শামীম উদ্দিন, এএসআই (নিঃ)/ মোঃ দুলাল হোসাইন, কনস্টেবল/২৫৬ মোঃ ফরিদ উদ্দিন, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/১৭২৬ লাভলু মল্লিক-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ এসপি টাওয়ারের পার্শ্ববতী ধ্রুব স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী সমীরন সেন (৫৬), পিতা- মৃত অমর সেন, মাতা- মিলন রানী সেন, সাং- রামপুর, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ,বর্তমানে- বাসা নং-১৪ (অমৃত সিং এর বাসা), আদিত্যপাড়া, শিবগঞ্জ, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় ১ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ০৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: