ফটো জার্নালিস্ট এসোসিয়েশন থেকে ১০ জন একযোগে পদত্যাগ
শামীম আলম, (জামালপুর):
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ১০ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। রবিবার রাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারা পদত্যাগ পত্র প্রদান করেন।
সংগঠনের শীরর্ষ নেতৃত্বের অদূরদর্শীতা, স্বেচ্ছাচারিতা, অনৈতিক লেনদেন, সদস্যদের সাথে সমন্বয়হীনতা ও বিমাতাসূলভ আচরণের জন্য সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এই অবস্থায় সংগঠনের চলমান কর্মকাণ্ড সর্বমহলে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় যমুনা টিভির ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম,সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ,এস এ টিভির ক্যামেরা পার্সন সজিব খান,নিউজ২৪ এর ক্যামেরা পার্সন শাকিল আহম্মেদ,চ্যানেল আই এর ক্যামেরা পার্সন বেলাল হোসেন শান্ত,মাই টিভির ক্যামেরা পার্সন শাওন মোল্লা,একুশে টিভির ক্যামেরা পার্সন সালাউদ্দিন আহম্মেদ,এটি এন বাংলা/এটি এন নিউজের ক্যামেরা পার্সন আল আমিন,একযোগে পদত্যাগ করেন।
লিখিত পদত্যাগ পত্রে স্বাক্ষর করে তা হস্তান্তরের পর পদত্যাগীরা জানান, এখন থেকে তারা আর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার কেউ নন। তাদের নাম ব্যবহার করে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কোন কর্মকান্ড পরিচালনা করলে পদত্যাগীরা কেউ দায়ী থাকবে না এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেয়া হবে।