শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে পায়ের চিহ্ন ধরে তিনটি চোরাই গরু উদ্ধার

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শিবগঞ্জে চুরি যাওয়া গরুর পায়ের চিহ্ন ধরে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই গরু। সেই সঙ্গে আটক করা হয়েছে দুই গরু চোরকে। উদ্ধার হওয়া গরু তিনটির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চন্দ্রহাটা গ্রামে।

আটকরা হলেন- চন্দ্রহাটা গ্রামে মৃত আব্দুল হাকিমের ছেলে খোকা মন্ডল (৩৫) ও মৃত শমশের আলীর ছেলে ইউসুফ আলী (৪৫)।

জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হলুদবাড়ি গ্রামের কেরামত মন্ডলের ছেলে কৃষক সাজু মিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে তার গোয়াল ঘর থেকে তিন গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়।

পরে শনিবার ভোরে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তার তিনটি গরু নেই। পরে তার ভাই ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে খোঁজ করতে শুরু করেন। এসময় গরুর পায়ের চিহ্ন ধরে খোকা মিয়া বাড়িতে গিয়ে চুরি য়াৗযা গরুর সন্ধান পান। পরে ৯৯৯ ফোন দিলে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে তিনটি গরু ও দুইজনকে আটক করে থানায় আনেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: