শিরোনাম

South east bank ad

যমজ ৩ শিশু নিয়ে বিপাকে মা-বাবা, পাশে দাঁড়ালেন ইউএনও

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর গোয়ালন্দে যমজ তিন শিশুকে নিয়ে বিপাকে পড়া বাবা-মায়ের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। শনিবার (৪ ডিসেম্বর) দুুপুরে ববিতা-কিরণ দম্পতির বাড়িতে গিয়ে তিন মাসের শিশুখাদ্য ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন তিনি।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বারপাড়ার দিনমজুর কিরণ মুন্সি’র স্ত্রী ববিতা বেগম (২৮) গত ৪ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে একে একে তিনটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।

পরিবারে নতুন সদস্যের আগমনে খুশিতে আত্মহারা কিরণ মুন্সি সন্তানদের নাম রাখেন তামিম, তাসিন, তানজিল। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তার সে আনন্দ ফিকে হয়ে ওঠে। কারণ তিনটি শিশুসন্তানকে লালনপালন করতে যে খরচ হয়, তা তিনি রোজগারও করতে পারেন না।

পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুনের দৃষ্টিগোচর হলে তিনি ব্যক্তিগতভাবে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই দুঃসময়ে এমন সহায়তা পেয়ে অনেক খুশি ওই পরিবার। তারা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গৃহবধূ ববিতা বলেন, আমাদের এই দুঃসময়ে ইউএনও স্যার পাশে দাঁড়িয়েছেন। আমার তিন শিশুপুত্রের জন্য খাবরের ব্যবস্থা করেছেন। ইউএনও স্যারের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না। আল্লাহ তার ভালো করুক।

কিরণ মুন্সি জানান, নদীভাঙনে সহায়-সম্বল হারিয়ে দৌলতদিয়া ইউনিয়নে ৩ শতাংশ জমি বাৎসরিক ভাড়া নিয়ে কোনোমতো মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলি। আমি কখনো হকারি, কখনো দিনমজুরের কাজ করে পরিবার ভরণপোষণ করি।

তিনি আরও জানান, এরই মাঝে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ায় বিপাকে পড়েছিলাম সন্তানের ভরণপোষণ নিয়ে। ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছিলাম। আজ ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন।

ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, এই শিশুদের জন্য সহায়তা করতে পেরে আমি আনন্দিত। আপাতত ব্যক্তিগতভাবে বাচ্চাদের জন্য তিন মাসের শিশুখাদ্য ও কিছু নগদ অর্থের ব্যবস্থা করে দিয়েছি। আমি যতদিন এখানে থাকব তাদের সহযোগিতা করে যাব। পরিবারটির জন্য মুজিববর্ষ উপলক্ষে একটি সরকারি ঘরের ব্যবস্থা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: