শিরোনাম

South east bank ad

ভারতে টানা তিন জয় টাইগার যুবাদের

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগের দুই ম্যাচে জয়ের পর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তানজিম হাসান সাকিব ও মেহরব হোসেনের বোলিং নৈপুণ্যে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এ নিয়ে টানা তিন ম্যাচেই জয়লাভ করল টাইগার যুবারা।

কলকাতায় এদিন সকালে টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান জড়ো করে বাংলাদেশ যুব দল। জবাবে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের বোলিং তোপের মুখে ২২৪ রানেই শেষ হয় ভারতের ইনিংস।

দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেও জয়ের নাগাল পাননি ওপেনার রগুবানশি। এছাড়া আরিয়ান করেন ৩৯ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ২৯ রান দিয়ে এবং মেহরব ৩৬ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া রিপন মণ্ডল ৫৩ রানের বিনিময়ে পান ২টি উইকেট। যার ফলে ৬ রানের উত্তেজনা ছড়ানো জয় পায় যুবারা।

এর আগে দ্বিতীয় ম্যাচে নাবিলের শতকে ৩০৫ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৯২ রানে গুটিয়ে দিয়ে ১১৩ রানের বিশাল জয় পায় টাইগার রাকিবুল হাসানের দল। আর প্রথম ম্যাচে ২৪৫ রান সংগ্রহ করা ভারতের যুবাদের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: