ঢাকা টাইমস অনলাইনে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
ঢাকা থেকে প্রকাশিক ঢাকা টাইমস অনলাইন ও বিভিন্ন পত্রিকায় ১ ডিসেম্বর (বুধবার) “রাজাকার পুত্র যখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী” শিরোনামে প্রকাশিক মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদের প্রতিবাদে ২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী মোঃ মনির উদ্দিন আহাম্মেদ।
মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন।
মনির উদ্দিন আহাম্মেদ লিখিত বক্তব্যে বলেন, ১৯৯০ সালে এসএসসি পাশ করে শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ রাজা-মিনাল পরিষদে সহ-সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। সেই সাথে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রোটারি ক্লাব, ডায়াবেটিক সমিতিসহ একাধারে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং তার বাবাকে নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা সত্য নয়। তার বাবা শেরপুর জেলা শহরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম নিজাম উদ্দিনের সানিদ্ধে ছিলেন।
ঢাকা টাইমস সহ বেশকিছু পত্রপত্রিকায় মনির উদ্দিন আহাম্মদকে রাজাকারের পুত্র আখ্যায়িত করায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের এমনটাই জানান।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।