শিরোনাম

South east bank ad

ধুনটে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২০২১) দুপুর ৩টার দিকে ধুনট প্রেসক্লাবে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ইউনুছ আলী (তালা প্রতীক) এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনুছ আলী বলেন, ধুনট উপজেলায় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আমি তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার সঙ্গে আরো ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে নাটাবাড়ি উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জিএমসি ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউর রহমান। ভোট গ্রহণের পর গণনার সময় প্রিসাইডিং অফিসার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারী আকন্দের (টিউবওয়েল প্রতীক) সঙ্গে যোগসাজস করে তার বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণনা করে।

এসময় আমার এজেন্ট মোস্তাক হোসেন প্রতিবাদ করলে এবং ভোট পুণ: গণনার দাবি জানালে তাকে পুলিশ দিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং তড়িঘড়ি করে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে টিউবওয়েল প্রতীকে ৮০৮ ভোট এবং তালা প্রতীকে ৮০৬ ভোট ধরে আমাকে ২ ভোটে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল পত্রে আমার এজেন্টের স্বাক্ষরও নেয়া হয়নি।

ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে আমি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। রিটার্নিং কর্মকর্তা ভোট পুণরায় গণনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুণরায় আমার ওয়ার্ডের ভোট গণনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার জিয়াউর রহমান জানান, ভোট কারচুরি অভিযোগ ভিত্তিহীন। ভোট গণনায় সময় নির্বাহি ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। সকল প্রার্থীর এজেন্টদের সামনে ভোট গণনা করা হয়েছে।

গোসাইবাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী জানান, ভোট গণনার পর সিলগালা করা হলে সেগুলো আর পুণরায় গণনার সুযোগ নেই। নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচন ট্রাইব্যুনালের কোর্টে ভোট পুন: গণনার জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: