শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ‘পণ্য মেলা’ শুরু

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মুক্তিযুদ্ধের বিজয় মেলার অংশ হিসেবে মেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী পণ্য মেলা। বুধবার (১ ডিসেম্বর) বিকেলে পণ্য মেলার উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম সর্বক্ষেত্রে অগ্রণী। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ, স্বৈরাচার আইয়ুবের সামরিক আইন অমান্যের নজির স্থাপন করেছিলেন চট্টগ্রামের ছাত্র সমাজ। বঙ্গবন্ধুর ছয় দফা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল। আলহাজ্ব বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম থেকে প্রথম বিজয় মেলার সূচনা হয়। পরবর্তীতে এ বিজয় মেলা দেশের প্রত্যেক জেলা ও শহরে অনুষ্ঠিত হয়। আজ সারা বাংলাদেশে নতুন প্রজন্মের কাছে এই মেলা অনুপ্রেরণা ও উৎসব হয়ে উঠছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষ্ঠা ও দূরদর্শিতার কারণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তার নেতৃত্বের কারণেই মহামারি করোনা মোকাবিলা করতেও আমরা সক্ষম হয়েছি।

করোনার নতুন ভাইরাস ওমিক্রন সম্পর্কে সর্তক থেকে সরকারের বিধিবিধান অনুসরণ করে সকলের প্রতি মেলায় অংশগ্রহণ করার আহ্বান জানান মেয়র। পরে তিনি বেলুন উড়িয়ে পণ্য মেলার উদ্বোধন করেন ও স্টল পরিদর্শন করেন।

বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, অমল মিত্র, মহিউদ্দিন রাশেদ, পান্টু লাল সাহা, এনামুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, সৈয়দ মাহমুদুল হক, চসিক সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আঞ্জুমান আরা প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: