নিবার্চন পরর্বতী সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের নিবার্চন পরবর্তী সহিংসতায় সাংবাদিক দেলোয়ারের বাড়িতে বাড়ি-ঘরে হামলা ভাংচুরের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ঐ ভক্তভোগীর পরিবারের সদস্যরা। গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বৈরাটি ইউনিয়নে সাংবাদিক দেলোয়ার হাসানের বড় ভাই ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বাহার উদ্দিন তালুকদার (তালা প্রতীক) এর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সদস্য বিজয়ী প্রার্থী মো. আলমের সর্মথকরা। এ সময় বাহার উদ্দিনের পরিবারের ৪ সদস্য আহত হয়। তাদের মধ্যে প্রার্থী বাহার উদ্দিন তালকদার ও আলমগীর হোসেনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পূর্বধলা থানায় মৌখিকভাবে একটি অভিযোগ দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ্য করেন তারা। সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন ও সাংবাদিক দেলোয়ার হাসান তাদের পরিবার নিয়ে বর্তমানে নিরাপহীনতায় ভূগছেন বলে জানান। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন বাহার উদ্দিনের ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হাসান,ছোটবোন আকলিমা নাজমা সহ পরিবারের অন্য সদস্যরা।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।