পানির কল ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা গেলেন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল সোমবার (২২ নভেম্বর ২০২১) সন্ধ্যা ৬টার দিকে পানি খাওয়ার কলের রড তুলতে গিয়ে নিজেই বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন। নাম তার মুখলেছুর রহমান (৬০)। সে মৃত ওহেদ আলীর ছেলে। মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় কবির হোসেন জানান, আছিম মাছের আড়ৎ সংলগ্ন আছিম পাটুলী গ্রামের মুখলেছ নিজের বাসার টিউবওয়েলের রড তুলতে গিয়ে অজ্ঞাত বশত বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। তার ৪জন মেয়ে সন্তান রয়েছে।
নর্বনিবার্চিত চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, আমি মৃত্যুর খবরটি শুনেছি।