ঢাকা মহানগরীতে র্যাব অভিযানে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১১৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১৩.০০ ঘটিকা এবং ২১.১০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১৭০ পিস ইয়াবাসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(ক) মোঃ রেজাউল করিম (৩৫), জেলা- পাবনা।
(খ) মোছাঃ শারমিন আক্তার (৩১), জেলা-লক্ষীপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশসহ জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে পাইকারি দরে সংগ্রহ করে এনে ঘটনাস্থল সহ আশপাশ এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।