দুর্গাপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা দুর্গাপুর উপজেলা পরিষদ সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকালে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সমন্নয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
অণ্যদের মধ্যে বক্তব্যদেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সালাউদ্দিন আহমেদ, তথ্য কমিশনের একান্ত সচিব আমিনুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি,মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, শিক্ষক একেএম ইয়াহিয়া,আমিনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গগনকে নিয়ে ঐ বিষয়ের ওপর প্রশিক্ষন প্রদান করা হয়।