শিরোনাম

South east bank ad

তারাকান্দায় ১০ ইউপিতে নৌকার টিকেট পেতে মরিয়া অর্ধশতাধিক প্রার্থী

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে তফসিল ঘোষণা হয়েছে। ভোট ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচারণায় সরগরম উপজেলার গ্রামীণ জনপদ। বিভিন্ন হাট-বাজার, রাস্তা ও বাড়ি সংলগ্ন চা স্টলে জমে উঠছে নির্বাচনী আলোচনা। প্রার্থীরা দোয়া চেয়ে টানাচ্ছেন ব্যানার ও পোস্টার। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়াামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন জোরে শোরে। ভোটে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীরা মত বিনিময় ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। এবার উপজেলার ১০ ইউপিতে অর্ধশতাদিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে লবিং তদরিব চালিয়ে যাচ্ছেন।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন- ১নং তারাকান্দা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বারের পুত্র খাদিমুল আলম শিশির, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,আওয়ামীলীগ নেতা অ্যাড. হারুনুর রশিদ ও উপজেলা তাতীঁলীগের আহ্বায়ক সায়ের আলমগীর টুটুল।

২নং বানিহালা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত (আসমত), উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাফ হোসেন খন্দকার ও শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রফ সরকার।

৩নং কাকনী ইউনিয়নে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন বিকাশ সরকার, জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সায়েদুর রহমান খান বাবু ও আওয়ামীলীগ নেতা মোস্তাফা কামাল।

৪নং গালাগাঁও ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।

৫নং বালিখাঁ ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম দুদু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুল আলম, সাবেক চেয়ারম্যান ছিদ্দিক হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল বাকি খান।

৬নং ঢাকুয়া ইউনিয়নে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত কবির,বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার।

৭নং রামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মদন সিংহ রায়,বীর মুক্তিযোদ্ধার সন্তান স্বপন তালুকদার, সাবেক চেয়ারম্যান এমরান হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলে,সাধারণ সম্পাদক এম.এ আব্দুল হেলিম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রং মিয়া।

৮নং কামারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবাদত হোসেন তালুকদার রনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম আজহারুল ইসলাম সরকার, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরকার ও আব্দুল গনি।

৯নং কামারগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নাঈমুর রহমান উজ্জল ও বাদল মাস্টার।

১০নং বিসকা ইউনিয়নে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাঈদ, বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল,সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী খান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনি সম্পাদক সাকের আহম্মেদ বাবুল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: