চার মাসে কোরআনের হাফেজ হলেন স্কুলছাত্র ছাফওয়ান
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
মাত্র ৪ মাসে পবিত্র কোরআন হেফজ করে চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে স্কুলছাত্র ছাফওয়ান । সে চট্টগ্রামের পাহাড়তলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ।
মাত্র চারমাসে একজন স্কুল শিক্ষার্থীর কোরআন হিফজের ঘটনা বিরল কৃতিত্ব। এটা অনেকের হৃদয়ে নাড়া দেবে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে।
মহামারী করোনায় স্কুল বন্ধ হওয়ায় পাহাড়তলী থেকে বাড়িতে চলে আসেন ছাফওয়ান । চার মাস আগে ভর্তি হন বাড়ির কাছের মাদ্রাসা আনোয়ারার আল-জামেয়া আল-আরবীয়া এহ্য়াউল উলুম ও এতিমখানা প্রঃ বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসার হিফজ বিভাগে। এত অল্প বয়সে ও কম সময়ে পবিত্র কোরআন শরীফ হিফজ করায় প্রতিদিন দূর দুরান্ত থেকে ছুটে আসছেন এক নজর ছাফাওয়ান কে দেখতে।
গত (১০ নভেম্বর) বুধবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে হিফজ সবক সমাপনী ও শুকরিয়া মাহফিলের আয়োজনও করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
এতে অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ্ আবদুল লতিফ (দা. বা.)।
অন্যান্যদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আসআদ তলহা, মাওলানা দিদারুল আলম, হাফেজ ইব্রাহিম, হাফেজ জুবায়ের সহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মাহফিল শেষে মুহাম্মদ ছাফওয়ানকে ক্রেস্ট ও উপহার প্রদান করে সংবর্ধিত করা হয় এবং দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।