খুলনার বিভাগের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে খুলনা বিভাগের ১০ জেলার ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার (১০ নভেম্বর) সকালে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (শিল্প ও প্রশিক্ষণ সমন্বয়) প্রফেসর মোঃ মামুন উল হক।
এছাড়া রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সরকারি টিএসসি'র অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবার লক্ষ্যে মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ১০০ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।