শিরোনাম

South east bank ad

ভোট কম পেলেও বিজয় হবে নৌকার

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :

নির্বাচনী আচরণবিধি লঙ্গন, প্রতিপক্ষের গনসংযোগে বাধা, প্রাননাশের হুমকী এবং ভোট কম পেলেও বিজয় হবে নৌকার এমন প্রচারণা ও কর্মকান্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫নং বাকলজোড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াকুব আলী তালুকাদর।

৯ নভেম্বর বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনাতয়নে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

লিখিত বিবরনে তিনি বলেন ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম সফিক ও তার কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্গন,কাঠের বৈঠা মিছিল,প্রতিপক্ষের গনসংযোগে বাধা,প্রাননাশের হুমকী এবং ভোট কম পেলেও বিজয় হবে নৌকার এমন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।গত ৭ নভেম্বর কুমুদগঞ্জ বাজারে তিন শতাদিক বৈঠা নিয়ে মিছিল করেছেন তিনি,যা নির্বাচনী আচরণ বিধি লঙনের সামিল। ঐদিন আমাকে ও আমার কর্মীদেরকে ভয়ভীতিসহ না না হুমকী দিয়েছেন। এ সকল বিষয়ে বুধবার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন তিনি।

তিনি আরো বলেন, কোনাপাড়া,পাইকপাড়া ও নগরসিংহা এই তিনটি কেন্দ্র ঝু্কপিূর্ন এ সকল কেন্দ্রে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে। তার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে কাসেম তালুকদার, আঃ করিম, আতিকুর রহমান, হাসেম তালকুদার, লিটন তালুকদার, কাজল আর্যাদ, ইলিয়াস তালুকদার প্রমুখ।

উল্লেখ্য যে, দুর্গাপুর ইউপিতে আগামী ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: