সরকারের কাছে এখনো সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে : খাদ্যমন্ত্রী
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় চলতি আমন মৌসুমের ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের উদ্বোধনের পর জেলা প্রশাসক জিয়াউল হক বগুড়া ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার সকালে বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক এনামুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, ওসি এলএসডি মোজাফ্ফর হোসেন, মিল মালিক সমিতির সভাপতি আমিনুল হক প্রমূখ ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রান্তিক কৃষকেরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেই জন্য সরকার প্রতি বছর ধান চাল সংগ্রহ করে থাকে। দেরিতে ধান ক্রয় করলে কৃষক বঞ্চিত হয়।
একারণে এবার আগে থেকেই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। কোন মাধ্যম নয় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করায় কৃষক লাভবান হচ্ছে।
তিনি বলেন, সরকারের কাছে এখনো সাড়ে ১৪ লাখ টন চাল এবং ২ লাখ টন গম মজুদ রয়েছে। তিনি বলেন, চালের দাম বাড়তে থাকলে সরকার চাল আমদানির সুযোগ করে দেয়। ৯ লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ইতোমধ্যে আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন চাল দেশে এসেছে।
অনুষ্ঠানে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের চাষী শাহাদৎ হোসেনের এক টন ধান কেনার মাধ্যমে ধান কেনার উদ্বাধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানান হয়, বগুড়ায় এ বছর ২৯ হাজার ৯০৩ মেট্রিক টন চাল এবং ৯ হাজার ৮৭০ মেট্রিকটন ধান কেনা হবে। জেলায় ১ হাজার ৬০৪টি হাস্কিং মিল রয়েছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে খাদ্য বিভাগ মিলারদের সঙ্গে চাল সরবরাহের জন্য চুক্তি করবে। উল্লেখ্য এ বছর ধান প্রতি কেজি ২৭ টাকা এবং চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে।