আক্কেলপুরে চালু হলো বহু আকাঙ্ক্ষিত শিশু পার্ক
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট জেলা আক্কেলপুরবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হলো শিশু-কিশোরদের নির্মল চিত্তবিনোদনের জন্য আকাঙ্ক্ষিত শিশু পার্ক প্রয়োজন। ফলে রবিবার (৭ নভেম্বর) বিকালে উদ্বোধন হলো বহু আকাঙ্ক্ষিত শিশু পার্ক। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বাসবভনের সামনে মাঠে গড়ে তোলা শিশু পার্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলাম।
জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলাম ফিতা কেটে শৈশব পার্কটির উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা পরিষদর বাসিন্দাদের দাবি ছিল, শিশু-কিশোরদের নির্মল চিত্তবিনোদনের জন্য উপজেলায় একটি শিশু পার্ক নির্মাণ করার। ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে শিশু পার্কটির উদ্বোধন হওয়ার ফলে আক্কেলপুর বাসীর দীর্ঘদিনের এই দাবি অবশেষে কিছুটা হলেও পূরণ হয়েছে।
আক্কেলপুর উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন এর ঐকান্তিক প্রচেষ্টায়, ইউএনও এস এম হাবিবুল হাসানের পরিকল্পনা ও বাস্তবায়নে গড়ে তোলা হয়েছে ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে এই শিশু পার্কটি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসানের এর সভাপতিত্বে শিশু পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (পিপিএম) মাছুম আহাম্মদ ভুঞা, উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।