শিরোনাম

South east bank ad

পূর্ব শক্রতার জেরেই বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

পূর্ব শত্রুতার জের ধরেই রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরু (৩৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত লোহার রড ও জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাণীনগর এলাকার মো. হাসিবুলের ছেলে মো. শিমুল (২১) ও সাধুর মোড়ের মো. তারিকের ছেলে মো. সোহানুর রহমান সোহান (২২)। রবিবার (০৭ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এই তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- গত শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিহত পিয়ারুল ইসলাম পিরু তার বাসার সামনে ছিলো। ওই সময় আসামি মো. হাসান আলী জয় (২৭) তাকে তুমি বলে সম্বোধন করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জেরে কিছুক্ষণ পরে আসামি হাসান আলী জয়সহ কয়েকজন মিলে হাতে ধারালো চাকু, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি নিয়ে এসে নগরীর রাণীনগর এলাকায় নিহত পিরুর বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথাড়ি মারধর করে এবং বুকে ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সাক্ষীদের সনাক্তমতে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামি মো. শিমুল ও সোহানুর রহমান সোহানকে শনিবার রাত ৯টার দিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পিয়ারুলকে মারধরসহ হত্যার কাজে ব্যবহৃত লোহার রড, জিআই পাইপ উদ্ধার হয়। হত্যার ঘটনায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বড় ভাই মো. নজরুল ইসলাম খসরুর লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু দায়ের হয়। এই মামলায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ইতোপূর্বে আসামি শিমুল ও তার অন্যান্য সহযোগীরা নিহত পিয়ারুলকে মেরে পা ভেঙ্গে দিয়েছিল। সেই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়। মূলত ওই মামলাকে কেন্দ্র করে আসামিরা পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে পিয়ারুলকে হত্যা করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশ কমিশনার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: