শিরোনাম

South east bank ad

পাখি শিকার বন্ধে ইউএনও’র উঠান বৈঠক

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের চলনবিলে পাখি শিকার বন্ধে এবং জীববৈচিত্র রক্ষায় বিশেষ উঠান বৈঠক করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে খুবজিপুর এলাকায় তিনি এই সচেতনমূলক উঠান বৈঠক করেন।

এসময় পাখি শিকারে কুফল নিয়ে আলোচনা করেন ইউএনও। সে সাথে পাখি শিকারে আইনগত ব্যাখার পাশাপাশি শাস্তি নিয়ে আলোচনা করেন তিনি। এসময় পাখি শিকার না করতে সকলের প্রতি অনুরোধ জানান ইউএনও।

এসময় ক্রীড়াবিদ মিজানুর রহমান মিজান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি চলনবিলে ব্যাপকভাবে দেশীয় বকপাখি শিকার করছে শিকারীরা। দেশীয় ফাঁদ ব্যবহার করে বক শিকার করে বিভিন্ন স্থানে পাচার করা হয়। তবে ইউএনও এবং স্থানীয় পরিবেশ কর্মীদের অভিযানে শিকারীদের দৌরাত্ব থামাতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: