শিরোনাম

South east bank ad

নাটোরে ২ শতাধিক বক পাখি অবমুক্ত

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২ শতাধিক বক পাখি আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা। এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ভোরে পরিবেশকর্মী নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে অভিযান পরিচালনা করে।

এ সময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয় ও ২৭টি শিকারি বক উদ্ধার করে আকাশে অবমুক্ত করা হয়েছে। তাছাড়াও শিকার করা ২ শতাধিক খাঁচাবন্দি বুনো বক উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে অবমুক্ত করা হয়।

পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশকর্মীদের নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাখি শিকার দণ্ডণীয় অপরাধ জেনেও তারা শিকার করে চলছে। মাঠের মধ্যে হাঁটুকাদা পানি পেরিয়ে শিকারিদের কাছে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: