নৌকা মার্কার প্রচার বহরে হামলা ছুরিকাঘাতে আহত-২
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শেরপুরে নৌকা মার্কার প্রচারের মোটরসাইকেল বহরে হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় আওয়ামী লীগের দুই কর্মীকে ছুরিকাঘাত করা হয়। সেই সঙ্গে প্রচার বহরের একটি মোটরসাইকেল ও হ্যান্ড মাইক ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- একই ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (৩০) ও পাশের ঝাজর গ্রামের জসিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। আহতরা বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন মহসিন বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে অন্যান্য দিনের ন্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এরই ধারাবাহিকতায় শুভগাছা গ্রামে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে পথসভা করেন। সেখান থেকে ফেরার পথে শুক্রবার রাতে খামারকান্দি এলাকায় আ. লীগ প্রার্থীর মোটরসাইকেল বহরে পেছন থেকে হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নৌকা মার্কার প্রার্থী আব্দুল মোমিন মহসিন অভিযোগ করে বলেন, নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাবের (প্রতীক আনারস) নির্দেশে তাঁর কর্মী-সমর্থকরা নৌকা মার্কার প্রচার বহরে অতর্কিতভাবে হামলা চালায়। বহরের পেছনের একটি মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এসময় বাধা দেওয়ায় মোটরসাইকেলে থাকা আমার কর্মী সাগর ও জহুরুল ইসলামকে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে আহত করেন তারা। একপর্যায়ে তাদের কাছে থাকা প্রচারের হ্যান্ড মাইক ভাঙচুর করাসহ দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা দ্রুত সটকে পড়েন বলে অভিযোগ করেন এই আ. লীগ প্রার্থী।
তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। নির্বাচন থেকে আমাকে দূরে সরে রাখতে নানামুখি পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কাল্পনিক ঘটনা তৈরি করে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি শুনেছি। পরবর্তীতে একটি লিখিত অভিযোগও পেয়েছি। অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।