নেত্রকোনায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত ও রাজাকারদের সমন্বয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মুক্তিযোদ্ধা ও জনতার অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু মিঠু, নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মুর্তজা হোসেন কামাল সহ মুক্তিযোদ্ধা বৃন্দ।